পরস্পরকে দোষারোপ না করে রাজনৈতিক দলগুলোকে গুম-খুনে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। মানুষ অপহরণ ও গুমের ঘটনায় আটক বাণিজ্য চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বরগুনায় মানবাধিকার কর্মী সমাবেশ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আটক বাণিজ্যের কথা বলে দুই জ্যেষ্ঠ মন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন—এ কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, শষ্যের মধ্যেই ভুত লুকিয়ে আছে।
তিনি বলেন, ‘আমি অনেক আগে সাবধানবাণী উচ্চারণ করেছিলাম যে সরষের ভেতর ভূত আছে, সেই ভূত চিহ্নিত করুন, সমস্যার সমাধান করুন। বলেছিলাম, দেশে আটক বাণিজ্য চলছে। এ আটক বানিজ্যকে প্রতিহত করুন, বন্ধ করুন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।’
এ সময় প্রধানমন্ত্রীকে চাটুকারদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন মিজানুর রহমান।