নারায়ণগঞ্জে গুম, অপহরণ ও হত্যার সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করে বিষয়টি খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথমে দেশে গুম ও হত্যার রাজনীতি শুরু করেছিলেন যা খালেদা জিয়া গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘দেশের ও সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে বিনষ্ট করার জন্য, জনগণের স্বস্তি বিনষ্ট করার জন্য একটি মহল আজকে পরিকল্পিতভাবে এ অপহরণ, গুম-হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে। এ অপহরণ, গুম, হত্যার সঙ্গে বিএনপির নেতারা যুক্ত।’
অপহরণ, গুম ও হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।