নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে প্রত্যাহার করে টাঙ্গাইলের ডিসি আনিসুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে মনোজ কান্তি বড়ালকে নৌপরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে এবং টাঙ্গাইলের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব নাজমুর রহমান।
নারায়ণগঞ্জে পরপর কয়েকটি অপহরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, র্যা ব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
গত রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জ থেকে অপহৃত হন। অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর আবু বকর সিদ্দিককে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।