দেশের দক্ষিণাঞ্চলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তুতি নিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এ সম্পর্কিত বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। প্রথমবারে মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে পরমাণু বিদুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশকে সামনে এগিয়ে নিতে হলে দরকার বিজ্ঞানের উন্নয়ন আর এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এরইমধ্যে গবেষণাতে পিএইচডি করার ক্ষেত্রে যে ফেলোশিপগুলো দেয়া হচ্ছে আশা করি এটা ভবিষ্যতে আরো বৈজ্ঞানিক তৈরিতে সহায়ক হবে। আমি বিশ্বাস করি এটি নিয়ে আমাদের গবেষণা করা একান্ত প্রয়োজন। আর বিজ্ঞানের প্রতি আমাদের ছেলেময়েদের আগ্রহ গড়ে তোলাও প্রয়োজন।’
এসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশে নিজস্ব একটি স্যাটেলাইট স্থাপনে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘দুর্যোগ থেকে মোকাবেলা করা এবং আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে আরো উন্নয়নের জন্য এখন আমাদের একটি স্যাটেলাইটের খুব প্রয়োজন। এ ব্যাপারে তিনটি মন্ত্রণালয়কেই সক্রিয় হতে হবে।’
বিদ্যুৎতের উৎপাদন বাড়াতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের গুরুত্বও তুলে ধরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলে প্রচুর দ্বীপ অঞ্চল আছে, সেখানে আরেকটা পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণের ইচ্ছা আছে। পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণের আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আমাদের প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ খুব গুরত্বপূর্ণ।’
দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে উল্লেখ করে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।