রাজধানীর আবাসন সংকট নিরসনে সরকারকে সহযোগিতা করবে মালয়েশিয়া। আর উত্তরা ও কামরাঙ্গীরচরে এক লাখ অ্যাপার্টমেন্টের মধ্যে এক চতুর্থাংশ তারা নির্মাণ করে দেবে। মঙ্গলবার দুদেশের মধ্যে এ বিষয়ে সচিবালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মালয়েশীয় সরকারে বিশেষ দূত দাতো সেরি সেমি এ সাক্ষর করেন।
একইসঙ্গে, দেশের দীর্ঘতম উড়ালসেতু নির্মাণেও সহযোগিতা করবে দেশটি। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আবাসন সংকট দূর করার লক্ষে এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তা বাস্তবায়ন হতে দেরি হচ্ছিল অবশেষে মালয়েশীয় সরকারের সহযোগিতায় প্রাথমিকভাবে ২২ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সরকার। এরমধ্যে উত্তরায় ১২ হাজার অ্যাপার্টমেন্ট মালয়েশিয়া সরকার নির্মাণ করে দেবে। কামরাঙ্গীরচরে বাকিটা নির্মাণ করবে বাংলাদেশ সরকার।
সেইসঙ্গে দেশের দীর্ঘতম উড়ালসেতুও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। রাজধানীর শান্তিনগর থেকে মুন্সিগঞ্জের মাওয়ার ঝিলমিল আবাসিক প্রকল্প পর্যন্ত এ উড়ালসেতুর দৈর্ঘ্য হবে ১৩ কিলোমিটার।
আবাসন প্রকল্পের পর উড়ালসেতু প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।