ভূমি জরিপ পদ্ধতি ও ব্যস্থাপনাকে আধুনিকায়নের জন্য কাজ করছে সরকার—উল্লেখ করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, এতে ভূমির ওপর সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভূমি নিয়ে নানা জটিলতার অবসান হবে। মঙ্গলবার ডেইলি স্টার ভবনে আয়োজিত গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
ভূমি জরিপের যে পদ্ধতি এখন ব্যবহার করা হয় তা অত্যন্ত সময়সাপেক্ষ এবং এতে ভুল হওয়ার সম্ভবনাও থেকে যায়। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থার সহায়তায় ভূমির জরিপ ও ব্যবস্থাপনা আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার।
এ প্রকল্পটির মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আধুনিক ভূমি ব্যবস্থাপনার সূচনা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, এতে ভুমির ওপর সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধানে আর ভূমিদস্যুদের হাত থেকে ভূমি রক্ষায় এ পদ্ধতি কতটুকু ভূমিকা রাখবে তা দেখার বিষয় বলে জানান বিশিষ্টজনরা। আর ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য যুগোপযুগী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহববান জানান তারা।