প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা, অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত বার্নহার্ড রেবেটজ ও উজবেকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী এলর ম্যাজিডোভিস গানেইভ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
সার্কের নতুন সার্কের মহাসচিব মন্ত্রী পরিষদ সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। সার্ক মহাসচিবের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে এটা তার প্রথম সফর।
পরে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত বার্নহার্ড রেবেটজ ও উজবেকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী এলর ম্যাজিডোভিস গানেইভরও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।