সাভারে রানা প্লাজা ধসে হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণ ও বিতরণ নিয়ে ধুম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই—স্বচ্ছতার সঙ্গেই সহায়তার অর্থ দেয়া হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তীতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতির কথা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যাপারে এখনো সরকার সহযোগিতা করছে।
বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তিনি পোশাক শিল্প রক্ষায় সকল পক্ষের সহযোগিতা চান।
এক প্রশ্নের জবাবে গার্মেন্টস শিল্প ধ্বংস করতে কিছু শ্রমিক সংগঠন ও এনজিও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি।
কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকার আইন অনুসারে ব্যবস্থা নেবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।