জমি অধিগ্রহণজনিত সমস্যার কারণে দেশে নতুন করে আর কোনো ৪ লেনের রাস্তা করা হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
বিদেশি ষড়যন্ত্রের কারণেই দেশের বড় অবকাঠামোর কাজ বাস্তবায়ন করতে বিলম্ব হচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, যেভাবেই হোক এ সরকারের আমলেই সব কাজ সম্পন্ন করা হবে।
মহাসড়কে সবধরনের চাঁদাবাজি বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া, সড়ক দূর্ঘটনা রোধে মালিক শ্রমিক সকলের সহযোগিতাও চান তিনি।