সাংবাদিকদের আন্দোলন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্টিফিকেট স্থগিতের হুমকির মুখে ধর্মঘট প্রত্যাহার করে বুধবার সকাল থেকে কাজে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে, সাংবাদিকরা তৃতীয় দিনের মতো তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। বেলা ১১টায় শহরের সাহেববাজার জিরো পয়েন্টে তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ এপ্রিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকদের হামলার শিকার হন সাংবাদিকরা। এ ঘটনায় রাজপাড়া থানায় দুটি মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এছাড়া, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।