বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত করতে হলে বিরোধীদল হিসেবে বিএনপিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইলিংস্টন গিবসন। সোমবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় দেশের সংসদ, নাগরিক ও সকল শ্রেনীর মানুষের অংশগ্রহণ আবশ্যক—এ কথা উল্লেখ করে রবার্ট উইলিংস্টন বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অনেক প্রশ্ন থাকলেও সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে সকলদল অংশগ্রহণ করবে আশা করি।
তিনি আরো বলেন, এ অবস্থায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারের সম্পর্ক আরো সুসংহত করতে কাজ করছে ব্রিটেন।