রাজধানীর ধানমন্ডি মাঠ রক্ষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
বাংলিদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, শেখ জামাল ক্লাব এ মাঠে যে স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে তাতে রাজউকের কোনো অনুমতি না থাকায় এটি সম্পূর্ণ অবৈধ। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে একটি চক্র এ পরিবারের সম্মান নষ্ট করতে চাইছে বলেও অভিযোগ করেন বক্তারা।
তিনি বলেন, ‘আমাদের প্রশ্ন সরকার ও এলজিইডি ও শেখ জামাল ক্লাবের কাছে, আপনারা যে স্থাপনা করছেন মাটি কাটছেন এখানে ঘর করবেন তার জন্য রাজউকের কোনো অনুমতি আছে কিনা ? আমরা জানি রাজউকের কোনো অনুমতি নেই, কোনো ডিজাইনের অনুমোদন নেই অতএব এ স্থাপনা সম্পূর্ণ অবৈধ।’
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের-বাফুফে সভাপতি ও পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় উল্লেখ করে অবিলম্বে এ অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে শুধুমাত্র খেলার জন্য মাঠ উন্মুক্ত করার দাবি জানান বক্তারা।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসোন প্রিন্স বলেন, ‘মামলা করে যদি গ্রেপ্তারও করে শাস্তিও দেয়া হয় তাহলেও ওই মঞ্জুর কাদেররা এ মাঠ দখল করতে পারবে না।’