ইরানে অপহরণকৃত ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে জানিয়েছেন পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট -সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিভিন্ন সময় ওমান ও দুবাই থেকে এদের অপহরণ করা হয়েছিলো বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
আশরাফুল ইসলাম বলেন, সাগর পথে এদের ইরানের বন্দর আব্বাসে নিয়ে যাওয়ার পরে পরে জঙ্গলে আটকে রাখা হয়।
পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), সামাজিক সংগঠন রাইট যশোর, ইরান পুলিশ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফেরত আনা হয় অপহরণকৃতদের। উদ্ধারকৃত আরো ৪২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
স্বচ্ছলভাবে পরিবার চালাতে নিজেদের ভিটে মাটি ও চাষাবাসের জমি বিক্রি করে এসব মানুষ পাড়ি জমিয়েছিলেন বিদেশে। সেখানে গিয়ে দালাল প্রতারকদের খপ্পরে পড়ে আজ তারা নি:স্ব। অপহরণের পর মুক্তিপণের টাকার জন্য তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। মুক্তির জন্য টাকা চাওয়া হতো বাংলাদেশে তাদের বাড়িতে। আর টাকা না দিলে হত্যার হুমকি দিতো অপহরণকারীরা।
সকালে অ্যামিরেটস এয়ার এফ জেড-৫৮৩ লাইনসের একটি বিমানে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।