পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী দুর্বৃত্তদের হাতে অপহৃত আবু বকর সিদ্দিককে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন এ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
আবু বকরকে অক্ষত অবস্থায় উদ্ধার সরকারের নৈতিক দায়িত্ব এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত রিজওয়ানা হাসান বলেন, এখনো মুক্তিপণ চেয়ে তার কাছে কোনো ফোন আসেনি।
তিনি বলেন, ‘আমি একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলে দিতে পারি আমদের ২০ বছরের দাম্পত্য জীবনে আমার স্বামীর ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে কারো সঙ্গে দ্বন্ধ আছে বলে জানি না। দ্রুততম সময়ের মধ্যে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের পরিবারে হারিয়ে যাওয়া সদস্যকে আমরা ফেরত পাব।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: