চিকিৎসকদের টানা ২ দিনের কর্মবিরতিতে রোগীদের অশেষ ভোগান্তির পর আবার স্বাভাবিক হয়েছে বারডেম পরিস্থিতি। বৃহস্পতিবার থেকে বহির্বিভাগে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং ভর্তি করা হচ্ছে নতুন রোগীদের।
তবে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সকালে বারডেম হাসপাতালের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা। ডাক্তারদের নিরাপত্তার জন্য আইন করার দাবি জানান তারা।
আর বারডেম ঘটনায় দোষী ব্যাক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রপ্তারের দাবিও করেন তারা।
আগামী শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতীকি কর্মবিরতি ও কালো ব্যাজ ধারনের ঘোষণা দেন তারা। আর দোষীদের গ্রেপ্তার করা না হলে এ কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য চলবে বলে হুঁশিয়ারি দেন চিকিৎকরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: