ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, তরুণ প্রজন্মই প্রকৃত ইতিহাস রক্ষা করবে।
বিএনপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতর অভিযোগ এনে তিনি বলেন, ‘বিএনপি তো তখন সৃষ্টি হয়নি। জিয়াউর রহমান আমাদেরকে গার্ড অব অনারে সেল্যুট দিয়েছেন, তখন আমরা এমএলএ ছিলাম। অতএব, ইতিহাসকে তারাই বিকৃত করেছেন। আর যারা আগামী দিনে রয়েছেন এবং যারা দেখেননি তারা ইতিহাসকে সম্মুন্নত রাখবেন। এটাই আমি আশা করি।’
প্রধানমন্ত্রী চলে যাবার পর জাতির জনকের প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন। এ সময় নেতাকর্মীরা ইতিহাস বিকৃত করে দেয়া বিএনপি নেতাদের বক্তব্যের বিরুদ্ধে শ্লোগান দেন।