জাতীয়

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ২২ এপ্রিল

বিএনপি
বিএনপি

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে।

বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণার সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আশা প্রকাশ করেন, সরকার এতে বাধা না দিয়ে সহযোগিতা করবে এবং এর ফলে জনমত দেখিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে।

ফখরুল ইসলাম আলমগীর সরকারকে দোষারোপ করে আরো বলেন, অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘ভয়াবহভাবে পানি একতরফাভাবে তারা প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। এটা একটি বিপর্যয় এবং এ বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় নয় বরং এ বিপর্যয়টা করছে আমাদের বন্ধু দেশ ভারত। সরকার ব্যার্থ হয়েছে, ভারত সরকারের কাছ থেকে পুরোপরিভাবে দেন-দরবার করে আমাদের যে ন্যায্য হিস্যা সেটা তারা অর্জন করতে পারেনি।’

এ দাবি আদায়ে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এ নেতা বলেন, সরকারের উচিৎ হবে এক্ষেত্রে বাধা না দিয়ে, সহযোগিতা করা।

তিনি বলেন, ‘দেশের জনগণকে অবহিত করা, আন্তর্জাতিক দৃষ্টিকে আকৃষ্ট করা এবং একই সঙ্গে ভারতের সরকার ও জনগণের দৃষ্টি আকৃষ্ট করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে ও সরকাররে এ ব্যার্থতার প্রতিবাদে আগামী ২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ইলিয়াস আলী নিখোঁজের ২ বছরপূর্তি উপলক্ষ্যে কর্মসূচির কথাও জানান মির্জা ফখরুল।

এদিকে, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সাম্প্রতিক সময়ে সরব বেশ কিছু রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। এবার সেই কাতারে শামিল হতে যাচ্ছে বিএনপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ