সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র- ডিএমপির মনিরুল ইসলাম। সোমবার রাজধানীতে এ কথা বলেন তিনি।
পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপনের জন্য রাজধানীজুড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
কোনো বিড়ম্বনা ছাড়াই নতুন বছরকে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বরণ করতে পেরে খুশি নগরবাসী। কড়া নিরাপত্তায় একটু সমস্যা হলেও তা মেনে নিয়েই হাসিমুখে বর্ষবরণের নানা বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন তারা।
পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আর নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন অনুষ্ঠান স্থলে ঢুকতে প্রচণ্ড গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় নানা বয়সী মানুষকে। তারপরও তাদের মুখে হাসি যেন ধরে না।