বাংলাদেশ-ভারত সম্পর্কের মূলনীতির পরিবর্তন হবে না: পঙ্কজ
ভারতের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মূলনীতির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ।
সোমবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে আবদ্ধ নয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
এ সময় তিস্তা ও সীমান্তচুক্তির বিষয়ে ভারত অঙ্গীকারাবদ্ধ এ কথা জানিয়ে তিনি বলেন, নতুন সরকার এটি কতো দ্রুত বাস্তবায়ন করে সেটিই দেখার বিষয়।