চকোরিয়া থেকে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার
কক্সবাজারের চকোরিয়ায় একটি বাড়িতে সোমবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ২৮ কেজি বন্ধকি স্বর্ণালঙ্কার এবং ১১ লাখ ৪৯ হাজার ৯৫২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, নন্দরাম ধর ও তার দুই ছেলে পলাশ ধর এবং সুমন ধর।
বিজিবি কর্তৃপক্ষ দেশ টিভি জানিয়েছে, কক্সবাজারের ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল ইসলামের নের্তৃত্বে রোববার দিবাগত রাত ১২টার দিকে বায়তুল শরফ সড়কের মহাজন নন্দরাম ধর বাড়িতে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়।
এদিকে, এ ঘটনাটি হয়রানিমূলক দাবি করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে কক্সবাজার জুয়েলারি মালিক সমিতি। এ ব্যাপারে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান জুয়েলারি মালিক সমিতি।
উদ্ধার হওয়া স্বর্ণ চকোরিয়া থানা হেফাজতে রয়েছে এবং পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।