এপ্রিলের মধ্যেই ফিটনেসবিহীন গাড়িগুলোকে রাজধানী থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বেঁধে দেয়া সময়ের মধ্যে না সরানো হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর এয়ারপোর্টে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ফিটনেস না থাকায় ও লাইসেন্স মেয়াদউত্তীর্ণ হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, সমম্বয়হীনতার কারণেই যানজট পরিস্থিতি নিরসন করা সম্ভব হচ্ছে না। সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট সবার মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।