পুলিশের একার পক্ষে রাজধানীতে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব নয়— উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে গত দুই মাসে মাদক বিরোধী অভিযান সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় অব্যাহত অভিযানের ফলে মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত দুই মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ৬৩১ টি মামলায় মোট ৬৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিষয়ে যে অবস্থান সেটি হলো জিরো টলারেন্স। কারণ আমরা মনে করা মাদক হলো মাদার ক্রাইম। বিভিন্ন সময় আমরা প্রচুর সংখ্যক আমাদের যে ৪৯টি থানা রয়েছে, তারপর ডিবি এ কার্যক্রম চালায়, তো সবাই মিলে বিভিন্ন সময় প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার করি।’