আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ থাকলেও আন্দোলন করাটাই রাজনৈতিক রীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সিলেট নগরীর তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অত্যান্ত দুর্ভাগ্যের বিষয় যেগুলো আলোচনা করে সমাধান করা যায় আমরা সেখানে আন্দোলন করি। এই যে একটি চরিত্র হয়েছে যে কিছু করলেই আন্দোলন করতে হবে, এর সঙ্গে সহিংসতা যোগ করতে হবে। এ ব্যাপারে সরকারে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। সরকার যেনো নিয়ন্ত্রণ করতে পারে সেটাই হবে আমার আশা। আর এর জন্য আমরা সচেষ্ট থাকবো।’
উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সহিংসতা ঠেকানোর প্রধান দায়িত্ব সরকারের। এ বিষয়ে সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে।