ট্যাক্সি ক্যাবের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ট্যাক্সি ক্যাবের এখনো কোনো প্রজ্ঞাপন হয়নি। এ নিয়ে অনেকে ভুল সংবাদ প্রচার করছে। ধারা বিষয়টি আমরা এটা আলাপ আলোচনা করে ১০০ টাকার মধ্যে নিয়ে এসেছি। তবে আমরা বক্তব্য হচ্ছে যে, আমরা জনস্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবো না।’
এই নতুন এ ভবনে অত্যাধুনিক ডাটা সেন্টার ও ওয়েব পোর্টাল সিস্টেম স্থাপন করা হবে। এর ফলে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা এবং গ্রাহকদের সেবার মান ইন্নত হবে বলে জানান মন্ত্রী।
ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা।