রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বিএনপি যখন ভোটে হেরে যায়, তারা তখন বিভ্রান্তি ছড়ায়, ধোঁকাবাজি করে, এটাই হলো বিএনপির সন্ত্রাসের রাজনীতি। বাংলাদেশের মানুষ চায় না আবার সেই সন্ত্রাস ফিরে আসুক।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা এই দেশের একজন বলিষ্ঠ নেত্রী বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী বলেন, আজকে শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় আছে। শতভাগ বিদ্যুৎ হয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। এছাড়া ৫০ লাখ পরিবারকে দেয়া হচ্ছে ১৫ টাকা কেজি দরে চাল।
তাহলে মানুষ কেন শেখ হাসিনাকে আবার ভোট দেবে না প্রশ্ন রেখে রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনা তো মানুষের কোনো ক্ষতি করে নাই। শেখ হাসিনা তো মানুষের অবস্থার পরিবর্তন করছে, উন্নতি করছে। এটা শুধু আমরা নই আপনারা অনুভব করছেন, আন্তর্জাতিকভাবে সেই স্বীকৃতিটা তারাও দিচ্ছে।
এ সময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা, ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।