মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের খালপাড় এলাকায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়ে।
এ সময় পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ এবং টিয়ারশেলের আঘাতে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়।

বিএনপি-পুলিশ সংঘর্ষ
অপরদিকে, নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফসহ তিন পুলিশ সদস্য আহত হন। এছাড়াও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আরএস মঞ্জুর রহমান, বাংলা নিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি সাজেদুর রহমান রাসেল আহত হন। পরিবেশ শান্ত করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।