ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে কসবা উপজেলায় দুইজন ও সরাইলের একজন রয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খোওড়ায় পুকুর থেকে দুই শিশু এবং বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিনঘর এলাকায় পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুরা হলো-খেওড়া গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার। তাদের দুজনেরই বয়স চার বছর। এছাড়া শাহবাজপুরের তিনঘর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
কসবা খেওড়া গ্রামের স্থানীয় লোকজন জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে তারা একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ ভেসে ওঠে।
কসবা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর জানা যায় শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে।
এদিকে, সরাইলে মোশাররফ হোসেন (৩) নামের এক শিশু মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর নিখোঁজ হয়। বিকেলে তার মরদেহ ভেসে ভেসে ওঠে।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে৷