পানিতে ডুবে বাগেরহাটের শরণখোলায় রুবি ও রাফিয়া নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের সময় উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মধ্য নলবুনিয়া গ্রামের ভ্যান চালক রহিম হাওলাদারের মেয়ে রুবি আক্তার (০৭) এবং রাফিয়া আক্তার (০৪)।
নিহতের বাবা রহিম হাওলাদার বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকে ভাসমান অবস্থায় পাই। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।