গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস (আগপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে।
মতিয়ার রহমান স্থানীয় আব্দুর রহিম ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন।
মৃতের স্বজনরা জানান, বিকেলে জমিতে পানি দেওয়ার জন্য প্রতিবেশীর বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান মতিয়ার। এ সময় তারের লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশাদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: