ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত বিটুমিনবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই গাড়ির চালক শাহজাহান মিয়া (৩৫) দগ্ধ হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে শম্ভুগঞ্জ মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। চালক শাহজাহান রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, সকালে চালক শাহজাহান মিয়া সড়কের বিটুমিন নিয়ে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড়ে চাকা ফেটে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। চালক গাড়ি থেকে লাফিয়ে নামার সময় দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এসআই আরও বলেন, দগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: