চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বিকেলে জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ নোমানের চার বছর বয়সী যমজ কন্যা রুপসা ও রুপসী বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে এক শিশু পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে অন্য শিশুও পানিতে পড়ে যায়।
পরে বাড়ির সদস্যরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, দাফনের জন্য যমজ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: