জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং লোডশেডিং নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৮৪ জনের মধ্যে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক মাস যাবত জিনিসপত্রের দাম সামান্য বেড়েছে। তেলের দাম, চালের দাম বেড়েছে; লোডশেডিং দেখা দিয়েছে। আমরা তা স্বীকার করি। তবে আর বেশিদিন নয়, নিত্যপণ্যের দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে এম এ মান্নান বলেন, ‘আমারা ইচ্ছে করে জিনিসপত্রের দাম বাড়াইনি। মোড়লদের লড়াইয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন। সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। গত ১৪ বছরে এই সরকার দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়েছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন,‘বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্র করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।’