সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মজিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাইয়াগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদুল উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন জানান, মজিদুল ইসলাম তার জমির কচু বিক্রির জন্য রিকশাভ্যানে গোবিন্দগঞ্জের পাইকারি বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার কাইয়াগঞ্জ নামক স্থানে এক্সেল ভেঙে ভ্যানটি সড়কে উল্টে যায়। এতে মজিদুল রাস্তায় পড়ে গেলে দিনাজপুরমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক ( ট্রাক- মেট্রো-উ-১৪-২৮২৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজিদুল মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই ট্রাক আটক করা হয়েছে।