টাঙ্গাইলের ঘাটাইলে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।
ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (১৬ অগাস্ট) ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। ব্রাহ্মণশাসন এলাকায় সেটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত যান।’
নিহতরা হলেন-ঘাটাইলের কাশতলা গ্রামের শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)।
অটোরিকশার চালকসহ আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মনিরুল।