সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে ‘দুর্ঘটনাজনিত ফায়ারে’ গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিক (২৯) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর বিওপিতে এ ঘটনা ঘটে। তিনি সেখানে সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৪ আগস্ট) সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত অবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।
তিনি জানান, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন বিজিবির অন্য সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎসকরা সকাল ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, নিশানের মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।