নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বাবা রথিন (৩৪) ও ছেলে রাধা কান্ত (৬) নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আজম উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাতে উপজেলার শিকারপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিকারপুর থেকে বাড়ি ফিরছিলেন রথিন। পথে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রথিনের মৃত্যু হয়। আহত হন মা ও ছেলে রাধা কান্ত ছাড়াও আরও দুজন।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু রাধা কান্তকে মৃত ঘোষণা করেন। নিহত বাবা ও ছেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।