নেত্রকোনার খালিয়াজুরীতে বন্যার পানিতে ডুবে তাসিম মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
তাসিম মিয়া, বল্লী গ্রামের দিনমজুর ইয়াহিয়া মিয়ার ছেলে।
খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ জানান, দুপুরে ইয়াহিয়া মিয়ার স্ত্রী ঘরে রান্না করছিলেন। এ সময় উঠানে খেলা করছিল শিশু তাসিম। হঠাৎ বাড়ির পাশে থাকা বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পড়ে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পানি থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম বলেন, শিশু তামিমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: