চট্টগ্রামের হাটহাজারিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. দেলোয়ার হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে হাটহাজারির মদুনাঘাট এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া দেলোয়ার হোসেন, হাটহাজারি উপজেলার মদুনাঘাট ওয়াপদা কলোনির হুমায়ুন কবিরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, টাইলস কাটা যন্ত্রের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: