গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে তামিম (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। তামিম স্থানীয় সুজা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় তামিম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: