চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাপায় জান্নাতুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুলাই) উপজেলার দেউলির মোড়ে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন বছরের জান্নাতুল দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজনের বরাতে ওসি বলেন, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে গরুভর্তি একটি ট্রাক দামুড়হুদার দিকে যাচ্ছিল। এ সময় নানির সঙ্গে রাস্তা পার হবার সময় ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: