নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কার্টুন তৈরির কারখানা সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে কারখানাটিতে ডাম্পিংয়ের কাজ চলছে।
সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলতে পারছেন না নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: