ঢাকার নবাবগঞ্জে জান্নাতুল আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামবাসী দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাতুল নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের বাসিন্দা মাছুম দেওয়ানের মেয়ে।
নিহত জান্নাতুলের দাদা মালেক দেওয়ান বলেন, গত মঙ্গলবার জান্নাতুল তার মা-বাবার সঙ্গে মালিকান্দা গ্রামে নানা আলেপ বেপারীর বাড়িতে বেড়াতে যায়। আজকে সকাল ৯টা থেকে জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জান্নাতুলের নানা বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় জান্নাতুলের লাশ পাওয়া যায়।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আরিফুল ইসলাম বলেন, জান্নাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।