সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা উদীচী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক নির্যাতন থামছেই না। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিভক্ত, মুন্সিগঞ্জের হৃদয় মন্ডল বা বাগেরহাটের কৃষ্ণপদ মহলী ও অশোক কুমার ঘোষালসহ অনেকেই দুঃসময়ই পার করছেন। কেউ কম, কেউ বেশি। এখনও হুমকি-ধামকি চলছে। কেউ কেউ তো দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন!
তারা বলেন, সম্প্রতি নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়েছে। তিনি এখনো এলাকায় ফিরতে পারেননি।ঢাকার আশুলিয়ায় আরেক ঘটনায় শিক্ষক উৎপল কুমার সরকার এক ছাত্রের অতর্কিত হামলায় আহত হওয়ার পর হাসপাতালে মারা যান। নির্যাতনের শিকার থেকে বেঁচে থাকা শিক্ষকরাও ভালো নেই। তাদের অনেকের কাছেই ‘স্বাভাবিক জীবন’ এখনো অধরা।
সর্বশেষ গত শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার উত্তরায় উদীচীর সাবেক সহসভাপতি, লেখক, নাট্যকার শিক্ষক ড. রতন সিদ্দকীর বাসায় সাম্প্রদায়িক হুজুক তুলে হামলা চালানো হয়েছে।
সমাবেশে বক্তারা সারা দেশে শিক্ষকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওয়াত আনার দাবি জানান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহসভাপতি এমএস আহমেদ রাজু,অমল টিক্কু, সাংগঠনিক সম্পাদক আহছানুল হাবিব বাবু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাত জহির চন্দন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,শিক্ষক সম্পা সাহা, রাজন ঠাকুর প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সুচরিতা দেব, জ্যোতিষ চন্দ্র বর্মন,আবৃতি করেন রাফিদ আহানজ, ননী গোপাল বর্মন।