পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার আগে বাস ও মাইক্রোবাস দুর্ঘটনায় আব্দুল মোল্লা নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।
শনিবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।
নিহত আব্দুল মোল্লার বয়স ৬০ বছর। তিনি কিশোরগঞ্জের আগানগর থানার টাগাইয়া গ্ৰামের বাসিন্দা।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: