চট্টগ্রাম নগরের খুলশীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার(২৬ জুন) বিকেল ৪টার দিকে খুলশী রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ঝাউতলা রেলক্রসিংয়ে বটতলা অভিমুখী একটি ট্রেনের ছাদ থেকে ২২-২৩ বছরের এক যুবক নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আঘাত হয়। তার হাত-পা ভেঙে গিয়েছিল। খুলশী থানার একটি টহল টিম রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি আরও বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: