ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাশেদ সরকার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ জুন) রাতে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাশেদ সরকারের বাবা শামছুল হক বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাশেদ সরকার প্রতিদিনের মতো বুধবার রাতে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কাদিগড় গ্রামের আলিমের মুদির দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই এলাকার হোসেন আলী সরকারের ছেলে শফি সরকার, তার স্ত্রী লাকী আক্তার(৩৮),ছেলে লিমন সরকার(২১)সহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রড দিয়ে এলোাপাতাড়ি পিটিয়ে ও দা দিয়ে মাথায় কোপ দিয়ে রাশেদকে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে রাশেদের স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা শামছুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ শফি সরকার সপরিবারে আমার ছেলের ওপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। আমার ছেলের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। আমি দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এঘটনায় শফি সরকারের সঙ্গে একাধিকবার যোগযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।