নেত্রকোনায় স্ত্রী ঝুমা রানী দাসকে (৩৫) হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে বীরবলের সঙ্গে তার স্ত্রী ঝুমার কলহ বিবাদ হতো। এর জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে বীরবল তার ঝালমুড়ির দোকানের পিয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে বেশ কয়েকবার আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: