সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সিলেট অঞ্চলের কর্মকর্তারা সোমবার (২০ জুন) দুপুরে দেশ টিভিকে জানিয়েছেন, ডিভিশন-২ অর্থাৎ উপশহরের সব ফিডার ইতিমধ্যে চালু করা হয়েছে।
জনসংযোগ দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, উপশহরের প্রায় ৮০ শতাংশ লাইনে বিদ্যুৎ আছে।
তবে উপশহরের বাইরের বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠে যাওয়ায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় পানি সরিয়ে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় নেয়ার চেষ্টা চলছে।
বিদ্যুৎ সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজন হলে পিডিবির নিয়ন্ত্রণ কক্ষের এই নম্বরে (০১৩১৩০৯৬২৯৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
সিলেটে এখন স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপদ্রুত মানুষকে রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে।
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।