চট্টগ্রামে বন্যার পানিতে সাধারণ মানুষের মতো মেয়র এম রেজাউল করিমের বাসভবনও প্লাবিত হয়েছে। তিনি যে কক্ষে থাকনে, সেই ঘরে সোমবার (২০ জুন) হাঁটু সমান পানি দেখা গেছে।
নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকায় মেয়রের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবেশমুখেই মেয়রের দুই তলার বাড়িটি। সামনের সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটু পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচ তলার মেয়রের শয়নকক্ষে।
তবে পানির কারণে এখন মেয়র দ্বিতীয় তলার একটি কক্ষে থাকছেন বলে জানিয়েছেন বাড়ির দুই নিরাপত্তাকর্মী।
স্বাভাবিক সময়ে মেয়র বাড়ির নিচ তলার একটি কক্ষে ঘুমান। তবে কদিন ধরে সেখানে হাঁটু সমান পানি হওয়ায় আর ঘুমাতে পারছেন না। এখন আপাতত দ্বিতীয় তলায় থাকছেন।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছাড়া বলতে গেলে এখন সব অঞ্চলে জলাবদ্ধতা। সোমবার সকালে বৃষ্টি থামলেও নালা-নর্দমা পরিষ্কার না হওয়ায় পানি সেভাবে নামছে না।