বাসায় কোনো স্বজন থাকেন না। দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। স্ত্রী মারা গেছেন অনেক আগেই। নিজের চারতলা বাসার চতুর্থতলায় একাই থাকতেন ৮০ বছর বয়সী আলফাজ উদ্দিন।
আজ বুধবার সকালে বাসা থেকে দুর্গন্ধ ছড়ানোর পর ভাড়াটে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে আলফাজের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
রাজশাহী নগরের আলুপট্টি শেখেরচক এলাকায় নিজের চারতলাবিশিষ্ট ভবনের বাসায় একাই থাকতেন আলফাজ। ব্যক্তিজীবনে তিনি আলোকচিত্রী ছিলেন। ৫০ বছর বয়স পর্যন্ত তিনি এই কাজ করেছেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: